রাঙামাটিতে জয় ত্রিপুরা হত্যার প্রতিবাদে মানববন্ধন

403

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে জয় ত্রিপুরা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ত্রিপুরা স্টুডেন্ট’স ফোরামের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পাঁচদিন পার হলেও এখনো পর্যন্ত কোনো অপরাধীদের ধরতে না পারায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি হতাশা প্রকাশ করেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ সদস্য ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, বালুখালী ইউনিয়নের মহিলা মেম্বার জীবনশ্রী ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট’স ফোরামের সাবেক সভাপতি শুক্লা ত্রিপুরা, কিল্লা মুড়া ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রূপায়ন ত্রিপুরাসহ ত্রিপুরাসহ স্টুডেন্ট’স ফোরামের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ত্রিপুরা স্টুডেন্ট’স ফোরামের রাঙামাটি জেলা সভাপতি উর্মি ত্রিপুরা।

বক্তারা আরো বলেন, রাঙামাটিতে এর আগে এই হত্যাকান্ডের মতো অনেক ঘটনা ঘটেছে। কিন্তু এর একটারও সুষ্ঠু তদন্ত হয়নি। আইন-শৃঙ্খলা বাহিনী কাছে অনুরোধ জয় ত্রিপুরা হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন, রাঙামাটিবাসী আপনাদের মনে রাখবে। হত্যাকারীরা এখনো বেশিদূর যেতে পারেনি। যদি আসামীরা গ্রেফতার না হয় তাহলে লাগাতার কর্মসূচী পালনের জন্য সকল সম্পদায়ের প্রতি আহ্বান জানান বক্তারা।

গত বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটায় রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় দূর্বৃত্তের ছুরির আঘাতে জয় ত্রিপুরা নিহত হন। জয় ত্রিপুরা রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো অপরাধীকে ধরতে পারেনি পুলিশ।