মঈন উদ্দীন বাপ্পী, ১৩ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষ্মি বিদ্যাং দেহি নমোহস্তুতে’ এই মন্ত্রে দিক্ষীত হয়ে নব প্রতিষ্ঠিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ক্যাম্পাসে অনড়ম্বভাবে এ পূজার আয়োজন করে।
শীতের হিমেল হাওয়ায় উদ্বেলিত ধরনী, কুয়াশা মাখা শিউলি, জবা, গাঁদা আর নানা ফুলের সুবাসে আগমন হয় দেবী সরস্বতীর। বিদ্যা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বী স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পূজার আয়োজন করে। বিদ্যা লাভের আশায় আরাধনা করে সরস্বতী দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি দেন। প্রতি বছরের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বিশ্বাস করে জ্ঞানের আলো ছড়াতে আবারও এসেছেন বিদ্যার দেবী সরস্বতী। প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের পূজায় উপস্থিত ছিলেন, পৌরসভার নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষিকা সূচনা চাকমা, ভিসির একান্ত সহকারী নিটন চাকমা প্রমুখ। শহরের ঐতিহ্যবাহী শাহ বহুমূখি উচ্চ বিদ্যালয়েও এই প্রথম বারের মত সরস্বতী পূজার আয়োজন করা হয়। শিক্ষক রনি ধর জানান, এ বছর প্রথম বিদ্যালয়ের পক্ষ থেকে সরস্বতী পূজার আয়োজন করা হয় এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ পূজার সমাপ্তি ঘোষণা করা হবে।
এছাড়া রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং জেলা শহরের প্রতিটি মন্দির ও বিভিন্ন জায়গায় স্ব-উদ্যোগে সরস্বতী পূজার আয়োজন করা হয়। সরস্বতী পূজায় হিন্দু স¤প্রদায়ের শিক্ষার্থীরা দেবীর নিকট বিদ্যা ও জ্ঞানের জন্য প্রার্থনা করেন। পূজা শেষে পুস্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ করা হয়।
পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান