॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পার্বত্য জেলার বিশিষ্ট ঠিকাদার, সমাজ সেবক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সানরাইজ ক্লাবের সভাপতি সলিম উল্লাহ সেলিম এর উদ্যোগে ৫০০ অসহায় দুঃস্থ ও গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে মহিলা কলেজ রোডে সলিম উল্লাহ সেলিম এর নিজ বাড়ীর সামনে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দিপংকর তালুকদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। অন্যান্যের মধ্যে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা বেগম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত বিকাশ দাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সানরাইজ ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, যুগ্ম-সম্পাদক আলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক রুবেল মাহমুদ, কোষাধ্যক্ষ মো. জামাল হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এসময় দিপংকর তালুকদার বলেন, ঢাকা ও রাঙামাটি জেলাকে করোনা ভাইরাস সংক্রমণের রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। রাঙামাটিতে দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এর পাশাপাশি তিনি ঠিকাদার সলিম উল্লাহ সেলিমের শীতবস্ত্র বিতরণের এ আয়োজনকে সাধুবাদ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আয়োজক সেলিমের পরিবারের সু-স্বাস্থ্য কামনায় সকলের কাছে দোয়া দোয়া ও আশির্বাদ চান।
আয়োজনের বিষয়ে সলিম উল্লাহ সেলিম বলেন, আমি সামাজিক ও নৈতিক দায়িত্ববোধ থেকে আমি প্রতিবছরের ন্যায় এবারও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি। তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন- আমি সাধ্যমতো করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছি। তাদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। আমি প্রতি বছর মাহে রমজানের শুরুতে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করি। তিনি বলেন, বর্তমানে আমি সাধ্যমতো জেলার সামজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যাচ্ছি আগামীতেও আমি এরূপ কার্যক্রম অব্যাহত রাখবো।