রাঙামাটিতে ডিবিসি নিউজ এর প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে মানববন্ধন

2

।।স্টাফ রিপোর্টার।।

রাঙামাটিতে ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর মিথ্যা সংবাদ পরিবেশন করে বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাধারণ জনগণ ও উন্নয়ন বোর্ড এলাকাবাসী। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় রাঙামাটি প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধর্মীয় প্রতিষ্ঠানকে ঘিরে বিএনপির নাম জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগে ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে।
এ উপলক্ষে প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়, যেখানে স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা আব্দুল ওহাব পাটোয়ারী, জয়নাল আবেদীন, মালেক কমিশনার প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৯ সালে এলাকার দরিদ্র শিশুদের কোরআন শিক্ষার উদ্দেশ্যে এলাকাবাসীর ক্ষুদ্র অনুদানে “পুরাতন কোর্ট ফোরকানিয়া মাদ্রাসা” প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভূট্টোর সহযোগিতায় মাদ্রাসার জন্য ধারক দেয়াল নির্মাণ এবং টিনের ঘর, ফ্যান, আলমারি ও কোরআন শরীফ রাখার তাকসহ নানান আসবাবপত্র সংগ্রহ করা হয়।

তারা আরো বলেন, ২০১৭ সালের দিকে স্বৈরাচারের দোসর স্থানীয় বানু কমিশনারের নেতৃত্বে জনৈক ভাসানী মাদ্রাসাটি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করা হয় এবং দীর্ঘদিন তা ভোগদখলে রাখা হয়। কিন্তু সম্প্রতি এলাকাবাসীর প্রচেষ্টায় উক্ত মাদ্রাসাটি অবৈধ দখলমুক্ত করে পুনরায় ধর্মীয় শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম সঠিক সংবাদ প্রকাশ করলেও, ডিবিসি টেলিভিশনে সম্পূর্ন বিপরীত ও মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে এবং সেখানে বিএনপিকে জড়িয়ে ধর্মীয় উসকানি ছড়ানোর অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। ডিবিসি টেলিভিশনের ফেসবুক পেজে এ নিয়ে বিভ্রান্তিকর ফটোকার্ড প্রকাশ করায় এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষুব্ধ হয়ে উঠেছে।

বক্তারা মিথ্যা সংবাদ পরিবেশনকারী ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানান।