রাঙামাটিতে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কার্যক্রমের উদ্বোধন

106

॥ স্টাফ রিপের্টার ॥

রাঙামাটিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি জেলা অফিসের উদ্যোগে একইদিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এবং বায়োমেট্রিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯মার্চ) সকালে বিআরটিএ কার্যালয়ের সামনে প্রধান অতিথি থেকে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক সরোয়ার মোহাম্মদ পারভেজ, বিআরটিএ রাঙামাটি সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান, মোটরযান পরিদর্শক কে. মো. সালাহ উদ্দিন এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সলিম উল্যাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দালালমুক্ত, ঘুষখোর থেকে চালকদের মুক্তি দিতে সরকার ড্রাইভিং লাইসেন্স পরিক্ষায় ডিজিটাইলেশন পদ্ধতি চালু করেছে। এখন ঘরে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে। শুধু এখানে একদিন এসে ড্রাইভিং লাইলেন্স পরিক্ষায় অংশ গ্রহণ এবং বায়োমেট্রিক দিয়ে যেতে হবে। এরপর তারা অনলাইনে পেয়ে যাবেন লাইসেন্স।