॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, রাঙামাটি জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
জেলা তাঁতীদলের সভাপতি আনোয়ার আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেন পাপ্পুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. মামুনুর রশিদ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট. সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ছিদ্দিক মিয়া, শাখাওয়াত হোসেন আশিক।
প্রতিনিধি সভায় তাঁতীদলের বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় ইউনিট কমিটির নেতাকর্মীরা তাঁতীদলের কার্যক্রমে তাদের অর্জন ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল সমস্যা সমাধানে উপদেশ মূলক বক্তব্য রাখেন।