রাঙামাটিতে তিন ইসলামপন্থী শ্রমিক সংগঠনের কমিটি গঠন

52

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে জামায়াতের সহযোগী শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী রাঙামাটি জেলার আমীর অধ্যাপক আব্দুল আলিম।
সম্মেলনে মো. হারুন অর রশীদকে সভাপতি এবং মো. বেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩৫ সদস্য বিশিষ্ট শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি সদর উপজেলার কমিটি ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে মো. হানিফকে সভাপতি মো. জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন রাঙামাটি সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
এদিকে মো. পারভেজ আলম খানকে সভাপতি এবং আব্দুল খালেক-কে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২২ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা শ্রমিক পরিবহন কমিটি ঘোষণা করা হয়। কমিটিগুলো ২০২৫-২৬ অর্থাৎ আগামী দু’বছর মেয়াদে শ্রমিকদের অধিকার আদায় এবং দলকে সুসংগঠিত করতে কাজ করবেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলার সাবেক সভাপতি এ বি এম তোফায়েল উদ্দিন, বর্তমান কমিটির সভাপতি আব্দুস সালাম। উক্ত সম্মেলনে সভাপত্বিত করেন, শ্রমিক কল্যান ফেডারেশন রাঙামাটি সদর উপজেলার সভাপতি মো. হারুন অর রশীদ।
সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫-২০২৬ সালের জন্য সংগঠনটির রাঙামাটি সদর উপজেলা কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হারুন অর রশিদ এবং সাধরাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বেলাল উদ্দীন।
এ ছাড়া কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চারজন তারা হলেন মোঃ আব্দুল খালেক মিয়াজি, মোঃ শহিদুল আলম খান, মোঃ আব্দুর রহিম ভূঁইয়া ও মোঃ আবুল কাসেম। সহ সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আলম খান, জাকারিয়া, মোঃ মহরম আলী, মোঃ বেলাল উদ্দি, মোঃ ইউসুফ এবং মহিলা সহ সাধারন সম্পাদক মিসেস মেরিনা আক্তার। অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান ও মো: রাসেল, কোনাধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ নাছির উদ্দিন কাউছার, ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ হানিফ, প্রচার সম্পাদক মোঃ তারেক, সহ প্রচার মোঃ ইকবাল হোসেন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক এইচ, এম আতাউর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, অন্যান্য পদে রয়েছেন মোঃ শাহজাহান, মোঃ রাসেল, মোঃ আল হেলাল, মোঃ সাকিব, মোঃ আকবর হোসেন, মোঃ আশরাফুল ইসলাম হেলাল, কার্যকরি সদস্যগণ হলেন মোঃ জয়নাল আবেদীন, হাফেজ মোঃ নুরুল ইসলাম, মোঃ রাসেল, মোঃ শাহিন, মোঃ ওয়াাসিম, মোঃ রিয়াদ, মোঃ আব্দুল্লাহ, মোঃ সাইফুল ইসলাম, জাফর আহাম্মদ ও মোঃ মেহেদী।
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন রাঙামাটি সদর উপজেলা কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দুইজন তারা হলেন হাফেজ নুরুল ইসলাম ও মোঃ হানিফ, সহ- সাধারন সম্পাদক- মোঃ আল হেলাল ও মোঃ রফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক -মোঃ আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ, কোষাধ্যক্ষ -মোঃ জাফর, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক মোঃ রাসেল, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোঃ রহমত আলী, সাংস্কৃতিক সম্পাদক- মোঃ ওমর ফারুক, সাহায্য ও পূর্ণবাসন সম্পাদক মোঃ রুহুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আজিজ এবং ৬জন কার্য্যকরি সদস্য হলেন- মোঃ ওমর ফারুক, মোঃ সেলিম, মোঃ রেজাউল করীম, মোঃ রুবেল, মোঃ মিজান ও মোঃ রিফাত।