রাঙামাটিতে তৈয়্যব শাহ এর বার্ষিক ওরশ সম্পন্ন

265

॥ স্টাফ রিপোর্টার ॥

হযরতুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ(রহঃ) বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাঙামাটি জেলা গাউসিয়া কমিটির আয়োজনে রিজার্ভ মুখস্থ খানকা শরীফে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে খতমে কোরআন, খতমে গাউসিয়া, তকরীর ও জীবনী আলোচনা, মিলাদ-ক্বিয়াম সহ নানা ধর্মীয় আচার পালনের মাধ্যমে ওরশ সম্পন্ন হয়েছে।

সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ।

জেলা গাউসিয়া কমিটির সভাপতি হাজী মো. মুছা মাতব্বরের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মোজাহেরুল ইসলাম ওয়াসিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহবুব এলাহি শিকদার।

এসময় অন্যান্যের মধ্যে জেলা গাউসিয়া কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান সেলিম, কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন নুরী, রাঙামাটি জেলা আহলে সুন্নাতের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী, তৈয়বিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী, রিজার্ভ বাজার জামে মসজিদেরর পেশ ইমাম হাফেজ মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী, বনরূপা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা সুলতান মাহমুদ আল ক্বাদেরী সহ ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকে রাসূলগণ উপস্থিত ছিলেন।