রাঙামাটিতে ত্রিচৈত্য এর দায়িত্বে আকাশ-জয়

1879
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রাঙামাটিতে সামাজিক, অরাজনৈতিক ও মানবিক বৌদ্ধ যুব সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আকাশ বড়ুয়া ও সাধারণ সম্পাদক হিসেবে জয় বড়ুয়া নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ মে) শহরের কলেজ গেইট এলাকার মোটেল জর্জ হোটেল সংলগ্ন একটি রুমে ত্রিচৈত্যের সকল সদস্যের মতামতের ভিত্তিতে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরি আংশিক কমিটি গঠন করা হয়।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বিপ্লব বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া শোভন, সাংগঠনিক সম্পাদক মোহিনী বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক বৃষ্টি বড়ুয়া, অর্থ সম্পাদক পাপড়ি বড়ুয়া, ধর্মীয় সম্পাদক শাক্যজ্যোতি ভিক্ষু, দপ্তর সম্পাদক সৌরভ বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক আতশী বড়ুয়া, প্রচার সম্পাদক উৎপল বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক পবন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক সনজিব বড়ুয়া কুশান, উপ-সাংস্কৃতিক সম্পাদক প্রানেশ বড়ুয়া, পূজা সম্পাদক ফাল্গুনী বড়ুয়া, পাঠাগার সম্পাদক তুর্য বড়ুয়া, হিসাব নিরীক্ষা সম্পাদক অর্ক বড়ুয়া, ক্রীড়া সম্পাদক অনুরাগ মুৎসুদ্দী এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক অতনু বড়ুয়া সহ ১৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এবিষয়ে নব নির্বাচিত আকাশ বড়ুয়া বলেন, এই কমিটিতে অনেকেই হয়ত বাদ পড়েছেন। তবে তাদের কার্যক্রমের উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ কমিটিতে যোগ্য স্থানে রাখা হবে। এই সংগঠন সুনামের সাথে বিগত দিনগুলোতে যেভাবে কাজ করে গেছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। আমাদের আংশিক কমিটির সকল সদস্যরা একসাথে কাজ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করবো।
তিনি আরো বলেন, আমাদের সংগঠন টি বৌদ্ধ যুব সংগঠন। সুতারং পূজা উদযাপন, বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন উৎসব পালন সহ বিভিন্ন মানবিক কাজ করে যাব।