রাঙামাটিতে দু’দিনের স্পিরুলিনা প্রশিক্ষণ কর্মশালা শুরু

303

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে বোমপা জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভা কক্ষে দু’দিনের স্পিরুলিনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বোমপা রাঙামাটি জেলা সভাপতি কৌশিক চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত ২দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটির উপ-পরিচালক তপন কুমার পাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. হাসান আহমেদ মেহেদী। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাস্থাপক বিটু দেওয়ান ও কৃষি কর্মকর্তা মো. জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বোমপা রাঙামাটি জেলা সহ-সভাপতি সুজিত ভট্টাচার্য।

কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্পিরুলিনা হলো, সর্ব প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এবং শতভাগ অর্গানিক খাদ্য। এক লিটার বর্তমান বাজার মূল্য ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা। একজন উদ্যোক্তা সঠিকভাবে কাজ করলে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করে প্রতি মাসে ৫০ হাজার টাকা আয় করতে সক্ষম হবে। স্পিরুলিনায় ভিটামিন, মিনারেলসহ ৯৬ প্রকারের ঔষুধি গুণ রয়েছে। শনিবার বিকেলে তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৪০ জন নারী-পুরুষ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণের মাধ্যমে এ কর্মশালা সমাপ্ত হবে।