॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নে ঘুরতে এসে দুর্বৃত্তদের হামলায় সাত যুবক আহত হয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- আব্দুল আলিম (২৫), আবুল কাসেম (২৮), হযরত আলী (২৫), মো. রতন (২৬), কুদ্দুস (২৯) মোরশেদ আলী (২৮) ও মো. মোবারক (২৭)। তারা সবাই রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকার বাসিন্দা।
আহত মোবারক জানান, তারা সকালে নৌকা ভাড়া করে শহরের সমতা ঘাট থেকে শুভলং ও বালুখালীর উদ্দেশে যাত্রা শুরু করেন। দুপুরে তারা বালুখালীতে যান। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে স্থানীয় কয়েক যুবক তাদের চলে যেতে বলেন। কিন্তু স্থানীয় যুবকদের কথা অগ্রাহ্য করায় তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বলেন, ‘খবর পেয়ে আমি আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’