॥ স্টাফ রিপোর্টার ॥
আসন্ন পবিত্র ঈদ-উল আযহা এর আনন্দ সকলের সাথে ভাগাভাগী করে নেওয়ার অভিপ্রায়ে বাংলাদেশ সেনাবাহিনী, রাঙামাটি রিজিয়ন কর্তৃক গরীব, অসহায় ও দুস্থ জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়াও রাঙামাটি সরকারী সদর হাসপাতালে একটি আইপিএস প্রদান, পাহাড়ি-বাঙ্গালীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জুন) দুপুরে রাঙামাটি রিজিয়নের প্রান্তিকে উপকারভোগীদের মাঝে ঈদ উপহার প্রদান করেন, রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন (এনডিসি), (পিএসসি)। এ সময় রাঙামাটি রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান শেষে রাঙামাটি ৩০৫ পদাতিক রিজিয়নের উদ্যোগে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।