॥ স্টাফ রিপোর্টার ॥
সমকাল-বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের(বিএফএফ) উদ্যোগে ও বিশেষ সহযোগী হিসেবে প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স এর সহায়তায় বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি- শ্লোগানে গতকাল শুক্রবার রাঙামাটিতে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ আর রানার্স-আপ হয়েছে রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়।
রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক উৎসবের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান। প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক রাঙামাটির সম্পাদক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শামীম ও সময় টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি হেফাজতবারী সবুজ। স্বাগত বক্তব্যে দেন সমকালের রাঙামাটি অফিসের ষ্টাফ রিপোর্টার সত্রং চাকমা। এর আগে বির্তক উৎসবের উদ্বোধন করেন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শামীম।
বিতর্ক উৎসবে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন অর্জন করেছে রাঙামাটির অন্যতম বিদ্যালয় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। রানার্স-আপ হয়েছে রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও বিতার্কিত মুনতাহা আলমগীর। অংশগ্রহনকারী বিদ্যালয়গুলো হল লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়,রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সাপছড়ি উচ্চ বিদ্যালয়, মুছাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয়, ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয় ও শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়।
বির্তক উৎসবের মডারেটরের দায়িত্ব পালন করেন দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক ও রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা। বিচারকের দায়িত্ব পালন করেন হেফাজতবারী সবুজ, সৈকত রঞ্জন চৌধুরী, বেনজিন চাকমা, বিপ্লব তালুকদার, সাইফুল ইসলাম ও তুষার ধর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কথা বলার ভাষা সবাই দক্ষতার সাথে বলতে পারে না। আজকে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় যারা অংশ গ্রহন করেছে তারা কম বেশী চুক্তি তর্কের সাথে বিষয়গুলো ভাষার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছে। তবে ভাষার বিষয়ে আরো দক্ষতার সহিত শিখতে হবে। সময়ের সাথে সাথে সুন্দরভাবে তর্ক উপস্থাপণ করতে হবে। বক্তারা আরো বলেন, প্রতিযোগীতা না থাকলে উন্নতি করা সম্ভব নয়। বিজ্ঞানের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলেই মানব কল্যাণ সাধিত হবে। বিজ্ঞানের বর্তমান দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে না পারলে দেশ পিছিয়ে যাবে। বিজ্ঞান ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব না। তাই বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটিয়ে দেশকে উন্নতির চরম শিখরে নিতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে সঠিকভাবে কাজে লাগানোর পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য আরো বেশী বই পর্ড়াও পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান বলেন, আজকের এই বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থিদের সঠিক জ্ঞান চর্চায় এগিয়ে নিতে দৈনিক সমকালের এধরণের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বিজ্ঞান বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়ক হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবকুকে সবাইকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার বিনামূল্য করোনা টিকা দিচ্ছে। এটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনলাইনে রেজিষ্ট্রেশন করার পর করোনা টিকা নিচ্ছেন সারা দেশের মানুষ। তাই দেশের এখন বিজ্ঞানের প্রযুক্তি অনেক অনেক ধাপ এগিয়ে গেছে।