॥ ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥
শহরের আসামবস্তী এলাকায় ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শনিবার এক গৃহ শিক্ষককে আটক করেছে পুলিশ। ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে ম রঞ্জিত পাটোয়ারী বাসু(৫৩) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
কোতয়ালী থানার তদন্তকারী দারোগা মো. জুলফিকার জানান, রঞ্জিত পাটোয়ারী বাসু আসামবস্তী এলাকায় একজন স্কুলছাত্রীকে তার বাসায় গিয়ে পড়াতো। দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্তেক্ত করে আসছে। বিষয়টি ভিকটিমের মায়ের নজরে আসে এবং তারা থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে ভিকটিমের বাসা থেকে শনিবার তাকে আটক করি। তার বিরুদ্ধে থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং-৯ তারিখ-১২-০৬-২০২১। একই দিন আদালতে তোলা হলে, বিজ্ঞ আদালত তাকে জেলে প্রেরনের নির্দেশ প্রদান করে।
এলাকাবাসী জানিয়েছে, রঞ্জিত পাটোয়ারী বাসু এর আ্েগও অনেক ছাত্রীকে উত্তক্ত করলেও লোকলজ্জার ভয়ে কেউ মুখ খোলেনি। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, নারী-শিশু নির্যাতনসহ যে কোন অপরাধ দমনে আমরা এখন কঠোর অবস্থানে রয়েছি।





























