রাঙামাটিতে নব স্থাপিত শ্রম কল্যাণ কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

395

|| ইকবাল হোসেন ||

রাঙামাটিতে নব নির্মিত শ্রম কল্যাণ কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাঙামাটি জেলা সদরের কাছাকাছি অবস্থিত ঘাগড়া বাজারে আঞ্চলিক মহাসড়কের পাশেই নির্মিত এই শ্রম কল্যাণ কমপ্লেক্সটি বুধবার (৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । এ সময় মহিলা শ্রমজীবী হোস্টেলসহ সারাদেশে নির্মিত আরো ৮টি স্থাপনা উদ্বোধন করেন তিনি। পার্বত্যাঞ্চলের শ্রমিকদের দক্ষতা উন্নয়নসহ শ্রমিকদের কল্যাণ সুবিধা কার্যক্রম সম্প্রসারণ জোরদার করার লক্ষে এই কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এসময় রাঙামাটি প্রান্তে অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিপংকর তালুকদার এমপি।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, কাউখালী উপজেলা চেয়ারম্যান শামসু দোহা চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা, ঘাগড়া শ্রম কল্যাণ কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ রাজিব কুমার চৌধুরী, সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সাব্বির ভূঁইয়া, অডিও ভিজ্যুয়াল অফিসার রুমানা আক্তার, শ্রম কল্যাণ সংগঠক এমদাদুর রহমান, রত্না প্রভা বড়ুয়াসহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামীলীগ ও রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণার পর অতিথিরা ঘাগড়া শ্রম কল্যাণ কেন্দ্রের ফলক উন্মোচন করেন। এবিষয়ে ঘাগড়া শ্রম কল্যাণ কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ রাজিব কুমার চৌধুরী বলেন, প্রায় ৬৭ কোটি টাকা ব্যয়ে সেনা কল্যাণ সংস্থা ভবনটির কাজ বাস্তবায়ন করেছে। এ সময় জানাননো হয় পার্বত্য অঞ্চলের শ্রমিকদের কল্যাণ সুবিধাদি ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং জোরদারকরণে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম, চিত্ত বিনোদর সেবা ও শ্রম আইন, সুষ্ঠুশিল্প সম্পর্ক, উৎপাদনশীলতা বৃদ্ধি, শিল্পে শান্তি, শৃঙ্খলা ও উন্নত শ্রম ব্যবস্থা ও মালিক শ্রমিকের মধ্যে সংলাপ কার্যক্রম পরিচালনায় দক্ষ ও সৎ নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম এ প্রতিষ্ঠানের মধ্যমে পরিচালনা করা হবে।