রাঙামাটিতে নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

87

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে বিশ^ অটিজম সচেতনতা দিবস ২০২৩ পালিত হয়েছে। রোববার (২ এপ্রিল) সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি ঘিরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এবারে দিবসটি প্রতিপাদ্য ছিল ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ^ গঠন’।

সকালে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করেন। পরে জেলাপরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাশেষে সমাজ সেবার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শুভেচ্ছা উপহার ও অনুদানের চেক বিতরণ করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম ও পরিষদ সদস্য প্রবর্তক চাকমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ ওমর ফারুক। এ সময় পরিষদ সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা ও সহকারি পরিচালক রুপনা চাকমা ও সহকারি পরিচালক বিশ^^জিৎ চাকমা সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা অটিষ্টিক শিশুদের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তারা বলেন, অটিষ্টিক শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের পরিবারের সদস্য। তাদের প্রতি যতœশীল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

পরে সমাজ সেবার পক্ষ থেকে ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, ষ্ট্রোকে প্যারালাইসড এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের সমাজসেবা অধিদপ্তর থেকে এককালীন জনপ্রতি ৫০,০০০ টাকা করে ১০০জন রোগীকে ৫০,০০,০০০ লক্ষ টাকা অনুদান এবং শহর সমাজসেবা কার্যালয়, রাঙ্গামাটির আওতায় ক্ষুদ্র ব্যবসা, হাঁস-মুরগী পালন, গবাদী পশু পালনের জন্য বিভিন্ন স্কীমে ৭০জনকে ৫১,০০,০০০ লক্ষ টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।