রাঙামাটিতে পথচারীদের মাঝে ছাত্রদল নেতা সানি ও অনিমেষ’র ইফতার বিতরণ

1065

|| স্টাফ রিপোর্টার ||

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের পরামর্শক্রমে অর্ধশত গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে পৌর ছাত্রদল নেতা আর এ সানি আহমেদ এবং ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিমেষ রায়।

সোমবার (২৬ এপ্রিল) বিকেলে এই ২ ছাত্রদল নেতা তবলছড়ি ও রিজার্ভ বাজার এলাকায় প্রায় অর্ধশত গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করে। এ কার্যক্রম বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মামুনুর রশীদ মামুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক এবং ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ।