রাঙামাটিতে পথশিশু কল্যাণ ট্রস্টের আলোচনা সভা

116

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতার তাৎপর্য তুলে ধরবার নিমিত্তে “বিনামূল্যে বই পড়া, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ বান্ধব কর্মসূচি-২০২২” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পথশিশু কল্যাণ ট্রাস্টের আয়োজনে শহরের কাঁঠালতলীস্থ সংগঠনটির জেলা শাখা অফিসের উদ্বোধন ঘিরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জালাম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সালাউদ্দিন আবু, প্রধান বক্তা ছিলেন পথশিশু কল্যাণ ট্রাস্টের প্রধান সমন্বয়কারী মোঃ সামছুল ইসলাম, উপস্থিত ছিলেন বিভাগীয় অফিসার শেখ মোঃ আলম, রাঙ্গামাটি জেলা সমন্বয়কারী সমাপ্ত চাকমাসহ পথশিশু ফাউন্ডেশন রাঙামাটি জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তব্যে জামাল উদ্দীন বলেন, রাঙামাটিতে অনেক দক্ষ বেকার আছে। উপস্থিত উদ্দোক্তারা চাইলে তাদের কাজে লাগাতে পারেন। সরকার পার্বত্য অঞ্চলে অনেক কাজ করে যাচ্ছে। এর আগেও অনেক এনজিও এসেছে আবার চলেও গিয়েছে। তাই আমি চাই পথশিশুদের নিয়ে আপনাদের উদ্যোগ যাতে সফল হয়। অবহেলিত শিশুদের নিয়ে কাজ করবেন তাতে আমাদের সহযোগিতা সবসময় থাকবে।