রাঙামাটিতে ‘পরিবেশ দূষণ প্রতিরোধ’ বিষয়ে স্যালভেশনের আলোচনা ও ইফতার পার্টি

522

বিশেষ প্রতিনিধি >>

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর শীর্ষে রয়েছে বাংলাদেশ। তাই পরিবেশ দূষণ থেকে নিজেদের মুক্ত রাখা, বিপন্ন পরিবেশের ব্যাপারে আওয়াজ তোলা এবং এ ব্যাপারে বিশ্ব বিবেককে জাগ্রত করা আমাদের লক্ষ্য হওয়া উচিত। পরিবেশ সচেতন হওয়ার সময় এখনই। আমাদের জনগনকে আমাদের পরিবেশ রক্ষায় উদ্যোগ নিতে হবে। অশুভ কিছু ঘটার আগেই আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে। বেঁচে থাকার উপযোগী বিশ্ব গঠনে গাফিলতির সুযোগ নেই। কারণ দ্বিতীয় কোন বিশ্ব নেই, যাকে আমরা নিরাপদ ভাবতে পারি। আমাদের আগামী প্রজন্ম একটা সুন্দর পৃথিবী পাক, সেজন্য আমাদের এখনই ভাবতে হবে।

গতকাল রবিবার(২৭ মে) রাঙামাটিতে স্থানীয় সমাজসেবী সংগঠন স্যালভেশন’র উদ্যোগে অনুষ্ঠিত ‘‘পরিবেশ দূষণ: প্রতিরোধ বিষয়ক’’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল উপরোক্ত কথা বলেন।

স্থানীয় চন্দ্রিমা রেষ্টুরেন্টের  সভাকক্ষে  স্যালভেশনের সভাপতি আইয়ুব ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। এতে আরো বক্তব্য রাখেন, মাসুদ পারভেজ, ফজলুল রহমান, সোহেল উদ্দিন। উপস্থিত ছিলেন, দৈনিক রাঙামাটি’র  ব্যবস্থাপনা সম্পাদক মিসেস  জিমি কামাল, সাংবাদিক সৈয়দ মাহাবুব আহামদ, সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর কামাল প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।