রাঙামাটিতে পর্যটকদের জন্য মানসম্পন্ন খাবার নিশ্চিত করার আহ্বান মেয়রের

429

॥ আলমগীর মানিক ॥
পর্যটন নগরী রাঙামাটির হোটেল রেস্তোরাঁর খাবারের মান বৃদ্ধির মাধ্যমে পর্যটকদের চাহিত মানসম্পন্ন সেবা প্রদান নিশ্চিত করার আহবান জানিয়েছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। তিনি বলেন, হোটেল রেস্তোরাঁগুলোর খাবারের মান ভালো হলেই পর্যটকরা সাদরে তা গ্রহণ করবে। আর যদি খাবারের মান ভালো না হয় তা হলে পর্যটকরা রাঙামাটি থেকে মুখ ফিরিয়ে নেবে। এতে করে রাঙামাটির অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলেও মন্তব্য করেছেন মেয়র। তিনি বলেন, রাঙামাটির পর্যটন শিল্পের উন্নয়নে এই সেক্টরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করবে রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেড এর নতুন কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতিত্বে সভায় জেলা সমবায় কর্মকর্তা ইউসুফ হাছান চৌধুরী, হোটেল মালিক সমিতির মোঃ আকতার হোসেন, মোঃ নাজিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কাঠাঁলতলীতে ফিতা কেটে রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেড এর নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আকবর আরো বলেন, নানা রকম প্রতিবন্ধকসহ আমার অভিজ্ঞতা সংকটের কারনে আমি বিগত দিনে রাঙামাটি পৌর এলাকায় পৌরবাসিন্দাদের চাহিদানুসারে যথাযত উন্নয়ন হয়তো করতে পারিনি। কিন্তু তারপরও অত্র এলাকার সন্তান হিসেবে আমাকে ইবিএমের মাধ্যমে বিপুল ভোটে নির্বাচিত করে যে গুরুদায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সেই দায়িত্ব আমি বর্তমান মেয়াদে পরিপূর্নভাবে পালন করার চেষ্ঠা করবো।

বিগতদিনে আমার এলাকায় সময় বেশি দিয়েছি এবং ঢাকা কেন্দ্রিক যোগাযোগ আমার বেশি ছিলো না। তাই হয়তো কাঙ্খিত উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্পগুলো হয়তো আমি আনতে পারিনি। এবার আমি ঢাকায় আসা-যাওয়া বৃদ্ধি করবো এবং সরকারের সংশ্লিষ্ট্য বিভাগগুলোতে আমার যোগাযোগ ও স্বশরীরে উপস্থিতি নিশ্চিত করে রাঙামাটি পৌরবাসীর কাঙ্খিত সেবা নিশ্চিতে প্রয়োজনীয় প্রকল্প আনার আপ্রাণ চেষ্ঠা করা হবে বলেও জানিয়েছেন মেয়র আকবর হোসেন চৌধুরী।