॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের পর্যটনে পর্যটকবাহী বাস খাদে পড়ে ৭জন আহত হয়েছে এর মধ্যে ১জনের অবস্থা গুরুতর। শুক্রবার বিকেলে রাঙামাটি পর্যটন কর্পোরেশনে পার্কিং থেকে গাড়ি বের করার সময় মাতারবাড়ি থেকে আসা ঢাকা-ফেনী-কক্সবাজার রুটে চলাচলকারী বিসমিল্লাহ পরিবহন খাদে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। গাড়ির নাম্বার- ঢাকা মেট্রো-ব-১৫-৪৬১২।
ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত ৪জনকে ও পড়ে ফায়ার সার্ভিস এসে ৩জনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ির যাত্রীরা জানান- মাতারবাড়ি থেকে সকাল আনুমানিক ১১ঃ৩০এর দিকে তারা পর্যটনে পৌঁছে ঘোরাঘুরি ও খাওয়া-দাওয়া শেষে বিকেলে বাড়ি ফেরার জন্য পার্কিং থেকে গাড়িটি বের করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে খাদে পড়ে যায়। কিন্তু তারা পর্যটন কর্পোরেশনের গাফিলতির বিষয়টি তুলে ধরে বলেন পার্কিং এ কোন বেরিকেট না থাকায় চালক গাড়ির অবস্থান সম্পর্কে বুঝতে পারেনি।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ পরিচালক দিদারুল আলম জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে সকলকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
রাঙামাটি জেনারেল হাসপাতালের রেজিস্টার জানান- দুর্ঘটনার পর ৭জনকে ভর্তি করানো হয়েছিলো। এর মধ্যে ৬জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর ১জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, কয়েকবছর পূর্বে একই স্থানে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩জন নিহত ও অনেকেই আহত হয়। এরপরও টনক নরেনি রাঙামাটি পর্যটন কর্পোরেশনের এভাবে চলতে থাকলে নিরাপত্তার অযুহাতে পর্যটক আসা কমে যাবে। যাতে ক্ষতিগ্রস্ত হবে পর্যটন সংশ্লিষ্টরা।