রাঙামাটিতে পাবলিক সার্ভিস দিবস ঘিরে আলোচনা সভা

130

॥ স্টাফ রিপোর্টার ॥

‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যে রাঙামাটিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সমানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রাঙামাটি নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম, নাসরিন সুলতানা,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহনেওয়াজ রাজু,জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা,জনপ্রতিনিধি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দক্ষ,প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী কার্যকর জনপ্রশাসন গড়ে তোলার মাধ্যমেই অর্জন করা সম্ভব টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্যমাত্রা। সরকারের নির্বাহী অঙ্গের অংশ হিসেবে পাবলিক সার্ভিসে নিয়োজিত কর্মচারীরা জনগণের সেবা ও দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আলোচনা সভা শেষে পাবলিক সেবা গ্রহীতাদের সেবা প্রদান করা হয়।