॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে পার্বত্য ওলামা পরিষদের জেলা সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কলেজ গেইটের দারুল উলুম মাদ্রাসায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় রাঙামাটি দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শরীয়ত উল্লাহ কে সভাপতি, জামিয়া আয়েশা সিদ্দিকা “রাদিয়াল্লাহু তায়ালা আনহু” মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক কে সাধারণ সম্পাদক, মাওলানা শোয়াইব ও ক্বারী নাছির উদ্দীন কে সহ-সভাপতি, মাওলানা উমর আলীকে সহ-সাধারণ সম্পাদক, দারুস সালাম মাদরাসা ও এতিম খানার প্রিন্সিপাল মাওলানা সামসুল আলমকে সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন পদে মাওলানা মাজাহার, মাওলানা খলিল উল্লাহ, মাওলানা আব্দুল মোমেন, মাওলানা আমিনুর রশিদ সহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।
এসময় জানানো হয়- আগামী ১৭ অক্টোবর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনিষ্টিটিউট মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা শাখার সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হবে।