রাঙামাটিতে পার্বত্য সাংবাদিক ইউনিয়নের চতুর্থ সভা

284

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে ‘পার্বত্য সাংবাদিক ইউনিয়ন’ এর ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় ‘সাপ্তাহিক পাহাড়ের সময়’ এর বৈঠক কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, পার্বত্য সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাপ্তাহিক পাহাড়ের সময় এর সম্পাদক ও প্রকাশক মিলটন বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ চাকমা, অর্থ সম্পাদক মনু মারমা, সিনিয়র সদস্য মীর মোঃ লোকমান হোসেন, সদস্য মোঃ ইকবাল হোসেন, মোঃ আরিফুর রহমান প্রমূখ।

সভায় সংগঠনের সাংবাদিকদের পেশাগত দায়িত্বের মান উন্নয়নসহ প্রতিষ্ঠিত অন্যান্য সাংবাদিক সংগঠনের সাথে সমন্বয় ও উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া সংগঠনের শৃঙ্খলার বিষয়ে সাংগঠনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

এসময় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে কবি, কলামিষ্ট এবং নাট্যকার মোঃ সিরাজুল হক (সিরাজ)কে সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। বক্তারা আরো বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ তাই সবাকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নের জন্য এক সাথে কাজ করার আহব্বান জানান ও সরকারি বেসরকারি সহ সকলের সহযোগিতা কামনা করেন।