॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে পিকআপ ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪জন আহত হয়েছেন। রোববার দুপুর আনুমানিক ১২টায় শহরের জেলা খানা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পিকআপের চালক ও হেলাপার পালিয়ে যায়। পিকআপের নাম্বার (যশোর-ন-১১-০০৪৪)। দুর্ঘটানার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চালক বাড়ি ফিরে গেলেও ১জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি ২জন বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় পতিত গাড়ি ২টি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।