রাঙামাটিতে পুলিশের অভিযানে চার মাদক বিক্রেতা আটক

484

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের এলাকায় কাপ্তাই হ্রদ হতে পুলিশ বেশ কিছু ইয়াবা, একটি ইঞ্জিন বোট ও নগদ টাকাসহ চারজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন মো. রুবেল(৩০), সজল (২৯), মো. কাউসার(২৩) ও মো. মনির(২৫)। সোমবার সকাল সাড়ে ১১টার সময় তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ইঞ্জিন চালিত নৌকায় করে কাপ্তাই হ্রদে ভাসমান হাট বসিয়ে মাদক ব্যবসার গোপন খবরের ভিত্তিতে এসআই নয়ন চক্রবর্তী, এএসআই আব্দুল মান্নান ও এএসআই দেলোয়ার হোসেন’র নেতৃত্বে একদল পুলিশ ছদ্মবেশে অভিযান চালিয়ে এই মাদক কারবারীদের আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২পীচ ইয়াবা, নগদ ৪হাজার ৬শ’ ৩০টাকা, ৩টি মুঠোফোন সেট, মাদক ব্যবসায় ব্যবহৃত এক লাখ টাকা মূল্যের একটি ইঞ্জিন চালিত নৌকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, আটক রুবেল, সজল, কাউসার ও মনির রাঙামাটি শহরের চিহ্নিত মাদক কার্বারী। এরা একাধিক মামলার পরোয়াভুক্ত পলাতক আসামী।

সূত্রমতে, মাদক পাচার, ক্রয়-বিক্রয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে স্থানীয় একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা, মাদক দ্রব্য অধিদপ্তর কর্মী ওএবং একাধিক পুলিশ সদস্য। তাদের সহায়তায় মাদক বিরোধী অভিযানের আগাম খবর পেয়ে মাদক কার্বারীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। যে কারণে রাঙামাটিতে নিয়ন্ত্রণহীনভাবে মাদক ব্যবসা চলছে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে আটক সজলের স্ত্রী আঁখি দৈনিক রাঙামাটিকে জানান, আমার স্বামীকে আটকের সময় তার কাছে কোনো মাদক দ্রব্য ছিল না। তিনি কাঠ বোটে তুলছিলেন, এ সময় তাকে আটক করা হয়। আটক রুবেলের ভাই বাপ্পীও একই বক্তব্য দিয়ে বলেন, রুবেল ও উজ্জলেরা কয়েকজন মিলে একটি ছগলের ফার্ম করার উদ্যোগ নিয়ে, তারা ছাগলের ফার্মের জন্য কাঠ আনার রিজার্ভ বাজার উজ্জলের স’মিলে কাজ করছিলেন এই সময় তাদের আটক করা হয়। তবে তারা উভয়ই স্বীকার করেন আটকরা মাদকের সাথে জড়িত ছিলেন এখন ভালো হওয়ার চেষ্টা করছে। তারা আক্ষেপ করে বলেন সুযোগ দিলে এরা সুপথে আসতে চায়, কিন্তু পরিস্থিতি তাদের সুযোগ দিচ্ছে না।