রাঙামাটিতে পুলিশের মাসিক অপরাধ সভা

659


॥ স্টাফ রিপোর্টর ॥
রাঙামাটিতে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান’র সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো.শহিদ উল্লাহ’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,এএসপি (সদর সার্কেল) মোহাম্মদ মাহবুব-উন-নবী, ডিআইও (১) মো. ইসমাইল হোসেন, জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পারভেজ আলীসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

রাঙ্গামাটি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি কার্যক্রমকে জোরদার, গ্রেফতারী পরোয়ানা তামিল,স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি,জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়।