॥ স্টাফ রিপোর্টার ॥
জায়গা-জমি বিক্রিসহ নানান ধরনের প্রতারনামূলক আশ^াস দিয়ে প্রতারনা ও আত্মসাৎ এর অভিযোগে আবু আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে কোতয়ালী থানা পুলিশ। কোতয়ালী থানার এস আই রূপক জানিয়েছেন, সোমবার দুপুরে থানার এএসআই সালাউদ্দিন ওয়ারেন্টমুলে অভিযান পরিচালনা করে আবু আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৪২০/৪০৬ ধারায় দায়েরকৃত সিআর মামলা নং-৫৬৩/২৩ এ গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এই মামলার বাদি নবী হোসেন জানিয়েছেন, আবু আলম নামের এই ব্যক্তি আমাকে তার জায়গা বন্দক দেওয়ার নামে আমার সাথে প্রতারনা করে আমার কয়েক লাখ টাকা আত্মসাৎ করে আমার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠকসহ লিগ্যাল এইডের মাধ্যমে বৈঠক করেও কোনো সুরাহা পাইনি। অবশেষে আমি বাধ্য হয়েই আদালতে সিআর মামলা দায়ের করেছি। নবী জানান, আমার সাথে ছাড়াও এই আবু আলম রাঙামাটি শহরের তবলছড়ির আরো একাধিক ব্যক্তির সাথে বিভিন্ন প্রতারনামূলক কর্মকান্ড করেছেন এবং বিভিন্ন মামলাও রয়েছে।
এদিকে, নবী হোসেনের আইনজীবি কাজী মঈনুল হোসেন জানিয়েছেন, আবু আলমের বিরুদ্ধে ৪২০/৪০৬ ধারায় প্রতারনা ও আত্মসাতের মামলা দায়ের করায় তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। ইতিমধ্যেই মাননীয় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার আদেশও দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত আবু আলমকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেছেন।