রাঙামাটিতে প্রতিদিন বাড়ছে করোনা পজেটিভ রোগীর সংখ্যা

950

স্টাফ রিপোর্টার

রাঙামাটিতে আবারো ১০ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বুধবার (৩১ মার্চ) রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া যায়। এতে করে জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে।

সিভিল সার্জন কার্যালয় আরো জানায়, গত ২৪ ঘন্টায় ৫৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। নতুন শনাক্তকৃত এই ১০ জনের মধ্যে ৮ জন রাঙামাটি সদরের ও ২জন কাপ্তাইয়ের বাসিন্দা।

সর্বশেষ তথ্যমতে রাঙামাটিতে এখনো পর্যন্ত ৭৯৭৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ১৩৪৮ জন করোনা পজেটিভ এবং ৬৬৩০ জন করোনা নেগেটিভ। আবার করোনা পজেটিভ ১৩৪৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১২৭১ জন।

জেলায় এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬ জন। সর্বশেষ মৃত্যু ২০২০ সালের ৬ ডিসেম্বর।

৩১ মার্চ ২১৬ জনকে টিকা দেওয়ার মাধ্যমে রাঙামাটিতে মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৬৬২ জন।