॥ স্টাফ রিপোর্টার ॥
২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালে ভাষার তরে প্রাণ দেওয়া ভাষা শহীদদের শ্রদ্ধা জানায় “স্বপ্নযাত্রী ফাউন্ডেশন”। এরপর তাদের ব্যতিক্রমী আয়োজন বই বিনিময় উৎসব শুরু হয়। বই প্রেমীদের বই বিনিময় ছাড়াও নির্দিষ্ট সময়ের জন্য বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখে তারা। এতে করে সংগ্রহের তালিকায় পছন্দের বই পড়ার সুযোগ দেওয়া রয়েছে।
এবিষয়ে স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহমেদ ইসতিয়াক আজাদ বলেন, রাঙামাটিতে আমরা এমন একটি ব্যতিক্রমী আয়োজন করলাম, যেখানে আমরা বেশ সাড়াও পেয়েছি। প্রায় অর্ধশতাধিক বই প্রেমিক বই বিনিময় করেন এবং আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রবল উৎসাহ দিয়েছেন। তাই আগামীতেও এই ধারাবাহিকতায় “অমর ২১” আমরা পালন করবো।
এতে আরো উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলার সভাপতি আজাদ সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আরজু, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ স¤্রাট, প্রোগ্রাম চেয়ারম্যান নাজমা আক্তার, কো-চেয়ারম্যান মঈন উদ্দীন, কার্যকরী সদস্য নজরুল ইসলাম, মোহাম্মদ সেলিম, বাবু প্রমূখ।