রাঙামাটিতে প্রথম বারের মতো উন্নয়ন বোর্ডের আন্তঃফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

186

॥ ইকবাল হোসেন ॥

রাঙামাটিতে প্রথম বারের মতো আয়োজিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আন্তঃফুটবল টুর্ণামেন্টে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি ও বান্দরবান টিম। রানার্সআপ হয়েছে খাগড়াছড়ি টিম।

সোমবার (২২ আগস্ট) বিকেলে রাঙামাটি শহরের শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় রাঙামাটি ও বান্দরবান টিম। দু’দলের আক্রমণ প্রতি আক্রমণে প্রথমার্ধেই খেলা বেশ জমে উঠে। তবে কোনো দলই বল জালে জড়াতে না পারায় গোলশূণ্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দুভাগ্যজনকভাবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির মাঝেও উভয় দল আক্রমণ শানাতে থাকে; কিন্তু রক্ষণভাগের দৃঢ়তায় নির্ধারিত ৬০ মিনিটের খেলাটি গোল শূন্য ড্র হয়। এদিকে আবহাওয়া পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা দুই দলের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে রাঙামাটি ও বান্দরবান টিমকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেন।

পরে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী। এছাড়াও সদস্য প্রশাসন ইফতেখার আহমেদসহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমা বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে বর্তমানে উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলার আর্থ সামাজিক উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখছে। উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের মানসিক বিকাস ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আমরা এই ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করেছি। তিনি বলেন, উন্নয়ন বোর্ড অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তিন পার্বত্য জেলার ক্রিড়া সংস্থাগুলোকে নানা আঙ্গিকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। আজকের এই আয়োজনে বোর্ডের ক্রীড়ামোদি কর্মকর্তা কর্মচারীদের মাঝে যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে; তাদের কর্মক্ষেত্রে আমরা এর সুফল পাবো। আগামী দিনেও চিত্ত বিনোদনে বোর্ড আরো ইনোভেটিভ উদ্যোগ নিবে বলে উল্লেখ করেন চেয়ারম্যান।

সংক্ষিপ্ত আলোচনা পর্বশেষে যুগ্ম চ্যাম্পিয়ন, রানার্সআপসহ সেরা খেলোয়াড়, সেরা গোলদাতার হাতে ট্রফি, মেডেল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

রোববার সকাল সাড়ে ৮টায় শহীদ আব্দুস্ শুকুর স্টেডিয়ামে এই টুর্ণামেন্ট উদ্বোধন করেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। উদ্বোধনের পর রাঙামাটি টিমের মোকাবেলা করে খাগড়াছড়ি টিম। ওই খেলায় রাঙামাটি টিম ০২ গোলে খাগড়াছড়ি টিমকে পরাজিত করে, ওইদিন বিকালে রাঙামাটি টিম বান্দরবান টিমের মোকবেলা করে ড্র করে। সোমবার খাগড়াছড়ি টিমের সাথে মোকাবেলা করেও বান্দরবান ড্র করলে রাঙামাটি ও বান্দরবান টিমের মধ্যে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।