রাঙামাটিতে ফাতেহায়ে ইয়াজদাহুম ও গিয়ারভি শরীফ অনুষ্ঠিত

110

॥ স্টাফ রিপোর্টার ॥

বড় পীর আবদুল কাদের জিলানী ও মা ছাহেবানের বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও মাসিক গিয়ারভি শরীফ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদে মাগরিব শহরের রিজার্ভমূখ খানকা শরীফে খতমে কোরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল ও খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা গাউসিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি হাজী মোঃ জানে আলম সওদাগর।

গাউসে পাকের জীবনীর উপর আলোচনা করেন জেলা গাউসিয়া কমিটির যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী ও মাওলানা রেজাউল করিম নঈমী।

এসময় জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ, সহ-সভাপতি আবদুল হালিম ভোলা সওদাগর, উপদেষ্টা আবু জাফর সওদাগর, অর্থ সম্পাদক হাজী মোঃ নাছির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন রানা সোহেল, সহ-প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ মনসুর আলীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।