॥ মঈন উদ্দীন বাপ্পী ॥
চট্টগ্রামের ন্যায় রাঙামাটিতেও ২৪ ঘন্টার পরিবহন ধর্মঘ পালিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়ে আজ সকালে শেষ হয়।
অবরোধর কারণে রাঙামাটি থেকে দূর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। জেলা সড়কে অটোরিক্সা (সিএনজি) চলাচল বন্ধ ছিল। একদিকে দূর পাøার যান চলাচল বন্ধ অন্যদিকে অটোরিক্সা বন্ধ থাকায় জেলার মানুষ পড়েছে চরম বিপাকে।
অবরোধের ব্যাপারে রাঙামাটি-চট্টগ্রাম মটর মালিক সমিতির সভাপতি মঈনুদ্দীন সেলিম বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশানের ৯দফার দাবিতে আমরা রাঙামাটিতে ২৪ ঘন্টার অবরোধ পালন করছি।
রাঙামাটি অটোরিক্সা শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান বলেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশানের ৯ দফা দাবি আদায়ে চট্টগ্রামের ন্যায় আমরা রাঙামাটিতে অবরোধ পালন করছি। তিনি বলেন, রাঙামাটিতে অটোরিক্সার বিকল্প কোন বাহন থাকায় সাধারণ মানষের দুর্ভোগ দূর করার জন্য আমরা শ্রমিক নেতারা চেষ্টা করছি রাঙামাটিতে ২৪ঘন্টার অবরোধ কমিয়ে আজ সন্ধ্যার মধ্যে অটোরিক্সা চলাচলের জন্য।