॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তাই বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখা আয়োজিত শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মনসুর আহম্মেদর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: শাহ এমরান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক মো: সাইফুল আলম সাইদুল, জেলা আওয়ামীলীগ সদস্য মো: আবু তৈয়ব, জেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক মো: শামসুল আলম, জেলা যুবলীগ সহ সভাপতি মো: ফজলুর রহমান, পৌরসভা কাউন্সিলর মো: জামাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম দিন সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রায় ৫শতাধিক প্রতিযোগি অংশ গ্রহন করে। শনিবার সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শিশু কিশোরদের নিয়ে নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।