রাঙামাটিতে বজ্রপাতের প্রভাবে গরীবের বসতঘর পুড়ে ছাই

170

॥ স্টাফ রিপোর্টার ॥

বজ্রপাতে বসতঘরের বিদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে রাঙামাটি শহরের ভেদভেদীতে একজন নিরীহ মানুষের বসতঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৭ জুন) দুপুরে ভেদভেদী মাবুদ কলোনী সংলগ্ন আব্দুল খালেকের বসতঘরে এই দূর্ঘটনা ঘটে; এ সময় আগুনে নিঃস্ব হয়ে যায় খালেক। ঘরের মূল মালিক ছালাম জমিদার হলেও তার ছেলে খালেক ওই ঘরে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিল।

আগুনের খবর পাওয়া মাত্রই দূর্ঘটনাস্থলে রাঙামাটি ফায়ার সার্ভিসের অফিসার বিল্লাল হোসেনের নেতৃত্বে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। তারা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। আব্দুল খালেক ও তার স্ত্রী জীবিকার সন্ধানে এ সময় ঘরের বাইরে থাকায় ঘরটি তালাবদ্ধ ছিল। তাদের শিশু সন্তান সরকারি শিশু সদনে পড়ে।

শনিবার দুপুরে বিকট শব্দের একটি বজ্রপাতের আওয়াজে গোটা রাঙামাটি কেঁপে উঠে। বজ্রপাতের সাথে সাথেই খালেকের ঘরের মিটারে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তালাবদ্ধ পুরো ঘরটি আগুনে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। এই দূর্ঘটনায় অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেছে।

এই দিন মজুর পরিবার জানায় ছোট ছোট কাজ করে জমানো তাদের সারা জীবনের সঞ্চয় এই আগুনে শেষ হয়ে গেছে। এই কথা বলে গৃহকর্মীর কাজ করা খালেকের স্ত্রী বার বার মুচ্ছা যাচ্ছিল, তার আর্তনাদে এ সময় জড়ো হওয়া লোকজনের চোখে পানি এসে যায়।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে তারা অনুমান করছেন আগুনে তিন লাখ টাকার মতো ক্ষতি হতে পারে। এলাকার মানুষ আগুনে ক্ষতিগ্রস্ত নিঃস্ব পরিবারটি পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান ও নেতাদের প্রতি আকুল আবেদন জানিয়েছে।