|| সোহরাওয়ার্দী সাব্বির ||
রাঙামাটিতে বন্যপ্রানী দ্বারা নিহত ব্যক্তির পরিবারের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে রাঙামাটি বন বিভাগের আয়োজনে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বন বিভাগের পক্ষ থেকে বন্যহাতি দ্বারা নিহত ব্যক্তির পরিবারের মাঝে ৩ লক্ষ টাকা করে মোট ৬লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্ব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, জেলা রোভার স্কাউট সাধারণ সম্পাদক নুরুল আবসারসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।