|| সোহরাওয়ার্দী সাব্বির ||
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলর আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি পার্বত্য জেলা শাখা, পৌর শাখা, সদর উপজেলা ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিং কিউ রোয়াজার সভাপতিত্বে রাঙামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতাব্বর , জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তারসহ জেলা আওয়ামী লীগের অন্যান্যে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এর আগে শুরুতে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষ বিভিন্ন সময়ে শহীদ হওয়া দলীয় নেতা কর্মীদের স্বরণে একমিনিট নিরবতা পালন করা হয়।