রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

136

॥ স্টাফ রিপোর্টার ॥

সারাদেশে ধরপাকড়, মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামীলীগ কর্তৃক হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, নগর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন- আওয়ামীলীগ সরকার দেশের রিজার্ভ খালি করে বিদেশে অর্থ পাচার করেছে। যার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফল জনগণকে ভোগ করতে হচ্ছে। আমরা জনগণের দাবী আদায়ে আন্দোলন সংগ্রাম করছি। আওয়ামীলীগ যতই বাধা বিপত্তির সৃষ্টি করুক না কেন আমরা পিছপা হবো না। বক্তারা সমাবেশ থেকে দলীয় নেতাকর্মীদের উপর হামলা-মামলার নিন্দা ও প্রতিবাদ জানান।