রাঙামাটিতে বিএনপির লিফলেট বিতরণঃ পুলিশের বাধা

170

॥ স্টাফ রিপোর্টার ॥

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে লিফলেট বিতরণ করেছে রাঙামাটি জেলা বিএনপি।
শনিবার সকালে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে বনরূপা এসএ পরিবহনের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

বাধাপ্রাপ্ত হয়ে নেতাকর্মীরা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান। এসময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি সআফুল ইসলাম চৌধুরী ভূট্টো, এডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।