রাঙামাটিতে বিএফডিসির অভিযানে ৬৫ কেজি মাছ জব্দ

377

|| স্টাফ রিপোর্টার ||

কাপ্তাই লেকে প্রজনন মৌসুমে মা-মাছ রক্ষায় বিএফডিসি, রাঙামাটি শুরু থেকেই বেশ তৎপরতার সাথে টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮ টায় মোবাইল ফোনে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে ব্যবস্থাপক তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক বাজারকরণ কর্মকর্তা মোঃ সোয়েব সালেহীনের নেতৃ্ত্বে বাজার মনিটরিং টিম বনরুপা বাজারে কড়া নজরদারিতে ছিলো।

বাজারের কাটাপাহাড় সংলগ্ন এক চায়ের দোকান থেকে চোরাকারবারিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এক দোকানের পিছনের পরিত্যক্ত স্থান এবং পরবর্তীতে এক বাসায় সঠিক তথ্যের ভিত্তিতে নৌ-পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৬৫ কেজি মাছ জব্দ করা হয়।

এর মধ্যে ছিলো ১১ কেজি ওজনের ২ টি মা কাতল, ১৩ কেজি ওজনের ১ টি চিতলসহ বাচা, বাটা, আইড় ও চাপিলা মাছ। পরবর্তীতে, মাছগুলো বিএফডিসি অফিস প্রাঙ্গণে প্রকাশ্যে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।