রাঙামাটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ল্যাপটপ বিতরণ

117

॥ স্টাফ রিপোর্টার ॥

“মান সম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” প্রতিপাদ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষ (এনেক্স ভবনে) জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী, প্রাথমিক শিক্ষা বিষয়ক আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, রাঙামাটি পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোহাম্মদ এমরানুল ইসলাম মানিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপিকা খীসা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপসী চাকমাসহ জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। আলোচনায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা মান সম্মত শিক্ষার মাধ্যমে স্মার্ট বিদ্যালয় গঠনে নানা পরামর্শ দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন- আমাদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এর মধ্যে থেকেই বর্তমানে আমাদের শিক্ষার হার বর্তমানে ৭১% এ উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ গঠনে তিনি শিক্ষকদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান। আলোচনা সভার পর মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ১০টি প্রাথমিক বিদ্যালয়কে ল্যাপটপ প্রদানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে সকল উপজেলার বিদ্যালয়কে ল্যাপটপ প্রদান করা হবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।