|| সোহরাওয়ার্দী সাব্বির ||
রাঙামাটিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার তাপষ রঞ্জন পাল, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারীসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা বক্তারা বলেন, আমাদের শুধুমাত্র দিবসটি পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। তামাক মুক্ত দেশ গঠনে সরকারের প্রয়োজন আরো কঠোর পদক্ষেপ গ্রহণ সহ এর সঠিক নিয়ন্ত্রণ করা। এর পাশাপাশি জনগণকেও এ বিষয়ে আরো সতর্ক হতে হবে হওয়ার আহবান জানান বক্তারা। আলোচনা সভা শেষ, বিশ্ব তামাকমুক্ত দিবস র্যালী বের করা হয়।