রাঙামাটিতে বিশ্ব মা দিবস পালনে আলোচনা সভা

143

॥ এম.নাজিম উদ্দিন ॥

রাঙামাটিতে বিশ্ব মা দিবস ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রাসনের সম্মেলন কক্ষে। রোববার (১৪ মে) প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা সভাশেষে এ আলোচনা সভা অনিুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে- পৃথিবীর সকল মা যেনো ভালো থাকে সেজন্য সকলকে মায়েদের প্রতি যতœবান ও সহনশীল হওয়ার আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এম.পি। তিনি বলেন, পাহাড়ের নারীদের উন্নয়নে শেখ হাসিনা সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), রাঙামাটি জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, সদস্য বিপুল ত্রিপুরা, রাঙামাটি পৌরসভার মো.মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জাহেদুল ইসলামসহ অনান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা অধিদপ্তর রাঙামাটির ভারপ্রাপ্ত উপ-পরিচালক অনুকা খীসা। বিশ্ব মা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে জীবন বীমা কর্পোরেশন এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং কেক কেটে প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উদযাপন করা হয়।