॥ নাজিম উদ্দীন ॥
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে র্যালী শেষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সহ-সভাপতি মো.রফিক আহমদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ইউনিট সভাপতি অংসুই প্রু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান,জেলা ইউনিট লেভেল অফিসার মো.শামসুল আলম,সদস্য মো.জাহাঙ্গীর আলম প্রমুখ। আর্তমানবতার সেবায় বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে ইউনিটের বিভিন্ন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।