রাঙামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

123

॥ স্টাফ রিপোর্টার ॥

“গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” প্রতিপাদ্যে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয়ের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে রাঙামাটি শিশু একাডেমিতে দিবসটি ঘিরে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
সাবেক জেলা শিক্ষা অফিসার অঞ্জুলিকা খীসার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা।

বিশেষ অতিথি ছিলেন- সাবেক জেলা কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল, সিনিয়র সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন- ম্যারেলিন এ্যানি মারমা। আলোচনা সভার পর শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।