॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে “ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়ের” আয়োজন করা হয়েছে।
রোববার সকালে শহরের ফরেষ্ট কলোনী এলাকার মোজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমী স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি।
এসময় জেলা পরিষদ সদস্য হাবিব আজম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, মোজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমীর পরিচালক অধ্যাপক আব্দুল আলিম, প্রধান শিক্ষক নুরুল করিম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ তাহসিন আলম ওয়াহিদ, মোঃ ওয়াহিদুজ্জামান রোমান, আফিয়া আক্তার, সাইদিয়া আক্তার, মোহাম্মদ সাওবানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতা যেভাবে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছে, তেমনি ভাবে দেশপ্রেম ও মেধার মাধ্যমে ছাত্র সমাজ আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিবে।
দিনব্যাপী চলা কর্মসূচীতে শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় সহ অর্ধ-শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।