॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতেও লেগেছে ফিফা বিশ্বকাপ আমেজ। পাঁচ বাবের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলের ভক্ত সমর্থকদের নিয়ে আজ শহরে অনুষ্ঠিত হয় বিশাল মোটর শোভাযাত্রা।
শুক্রবার বিকেলে রাঙামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে পতাকা হাতে জার্সি গায়ে জড়িয়ে সুসজ্জিত হয়ে বিশাল মোটর শোভাযাত্রা বের করে হাজারো ভক্ত সমর্থক।
শহিদ মিনার থেকে বিশাল এই কার ও মোটর শোভাযাত্রাটি পুলিশ লাইন, তবলছড়ি হয়ে আসামবস্তি ব্রাজিল ব্রিজে জমায়েত হয়। পরে শহরের প্রধান সড়ক হয়ে পুনঃরায় শহিদ মিনারে এসে শোভাযাত্রাটি শেষ করে নেইমার ভক্তরা। এসময় ব্রাজিল ভক্ত সমর্থকরা সড়কের দুপাশে দাঁড়িয়ে হাত নেড়ে তাদের সমর্থন জানায়।