রাঙামাটিতে ভিবিডি’র “নো প্যাড, নো সেইফটি” প্রজেক্টের দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু

232

॥ স্টাফ রিপোর্টার ॥
ভিবিডি রাঙামাটি জেলার উদ্যোগে এবং রাঙামাটি পৌরসভার সহযোগিতায় দ্বিতীয়বারের মত করে নতুন চারটি শিক্ষা প্রতিষ্ঠানে রাঙামাটি সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, মুজাদ্দেদ ই আলফেসানী একাডেমি , রাঙামাটি বিএম কলেজ, লেকার্স পাবলিক কলেজে স্যানিটারি প্যাডবুথ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।

রোববার রাঙামাটি সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা এবং মুজাদ্দেদ ই আলফেসানী একাডেমিতে প্যাডবুথ স্থাপন সম্পন্ন হয়েছে।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো: জামাল উদ্দীন, ০২নং ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর, মহিলা কাউন্সিলর জোবাইতুন নাহার। এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এবিষয়ে ভিবিডি রাঙামাটি জেলার সভাপতি আসাদুজ্জামান “নো প্যাড, নো সেইফটি” প্রজেেেক্ট সার্বিক সহযোগিতা করায় পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের মূল লক্ষ্য পরিপূর্ণ স্যানিটেশন নিশ্চিত করা। প্রত্যেকটি মা-বাবকে এবিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমারা আমাদের বোনদের, মাদের সবসময় এই বিষয়ে স্যানিটেশন নিশ্চিত করবো। সঠিক সময়ে প্যাড ব্যবহার করলে জরায়ু সংক্রমণ থেকে বেঁচে থাকা যায়। তাই আমাদের সকলের একটাই স্লোগান হওয়া উচিত “নো প্যাড, নো সেইফটি”।

প্রসঙ্গত, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে তারা যেন অনাকাঙ্খিত পিরিয়ডের সময় সমস্যার সম্মুখীন না হয় ভিবিডি রাঙামাটি জেলা পৌরসভার সহযোগিতায় একটি প্রজেক্ট শুরু করে “নো প্যাড, নো সেইফটি”। এই প্রজেক্টের মাধ্যমে বিগত সময়ে ১০টি প্রতিষ্ঠানে প্যাডবক্স স্থাপন সম্পন্ন হয়েছে। এখন নতুন করে আরো চারটি প্রতিষ্ঠানে প্যাডবক্স স্থাপন করা হচ্ছে। মেয়েরা যেকোন সময় সেখান থেকে প্যাড নিয়ে ব্যবহার করতে পারবেন। প্রতিমাসে প্যাডবক্স গুলো আবার রিফিল করে দেওয়া হচ্ছে।