রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে ছাত্রশিবিরের মানববন্ধন

9

।।সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ।।

রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখা। সোমবার (৫ মে) বিকেল ৫টা ২০ মিনিটে রিজার্ভবাজারস্থ নিউ রাঙামাটি জামে মসজিদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে শিবিরের শহর শাখা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি পার্বত্য জেলা সভাপতি শহীদুল ইসলাম শাফি। সঞ্চালনায় ছিলেন শহর শাখার সেক্রেটারি জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি আব্দুস সালাম ও মো. মোরশেদ আলম। আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা সেক্রেটারি রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মো. ইরফানুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতি শহীদুল ইসলাম শাফি বলেন, “এই দেশে যারাই ক্ষমতায় এসেছে, তারাই ছাত্রসমাজের হাতে মাদক তুলে দিয়ে তাদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। মাদকের ছোবল থেকে সমাজ ও শিক্ষার্থীদের রক্ষা করতে হলে কঠোর পদক্ষেপ নিতে হবে। এমনকি মসজিদের সামনেও এখন মাদক বিক্রি হয়, এটা মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত মাদক কারবারিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

সাবেক সভাপতি আব্দুস সালাম বলেন, “আজ শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, শিক্ষাই জাতির মৃত্যুদণ্ডে পরিণত হচ্ছে। কারণ, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যন্ত মাদকাশক্ত হয়ে পড়ছে। তাদেরকে মাদকমুক্ত করতে হলে মসজিদমুখী করতে হবে। সালাতই পারে তাদের সঠিক পথে আনতে।” কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন-

اِنَّ الصَّلٰوةَ تَنْهٰی عَنِ الْفَحْشَآءِ وَ الْمُنْكَرِ.

অর্থ- নিশ্চয় সালাত সকল খারাপ কাজ থেকে বিরত রাখে।

মো. মোরশেদ আলম বলেন, “মাদক এখন সকল পাপের মূল উৎসে পরিণত হয়েছে। রাঙামাটিকে অবৈধ মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে, নাহলে আমরা জানি কিভাবে প্রতিরোধ করতে হয়।”

শেষে শিবির নেতৃবৃন্দ প্রশাসনকে হুঁশিয়ার করে বলেন, “যদি মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে ছাত্রসমাজ নিজেই তা প্রতিহত করতে মাঠে নামবে।”

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শিবির নেতাকর্মীরা, যা নিউ রাঙামাটি জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে চৌমুহনী ঘুরে বাস স্টেশনে গিয়ে শেষ হয়।