রাঙামাটিতে মার্কস অ্যাকটিভ স্কুল দাবা চ্যাম্পিয়ন হলো লেকার্স

166

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে এবং রাঙামাটি জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মার্কস অ্যাকটিভ স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় রাঙামাটি মারী স্টেডিয়াম হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা বেগম, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোঃ আরিফ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় ৭ টি স্কুলের ৮ টি দলের মোট ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। ১ম রানার আপ হয়েছে শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়, ২য় রানার আপ শহীদ আব্দুল আলী একাডেমী।